সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন

কেশবপুরে পানি নামলেও সড়কে বন্যার ক্ষতচিহ্ন চলাচলে ভোগান্তি

কেশবপুরে পানি নামলেও সড়কে বন্যার ক্ষতচিহ্ন চলাচলে ভোগান্তি

হারুনার রশীদ বুলবুল, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে সড়ক থেকে বন্যার পানি নেমে গেলেও দেখা দিয়েছে নতুন ভোগান্তি। উপজেলার কয়েকটি সড়কে দেখা দিয়েছে বড় বড় গর্ত। এতে চলাচলের অনুপযোগী হয়েছে সড়কগুলো।

স্থানীয়রা বলছেন, বন্যায় সড়কের ক্ষতচিহ্নে মানুষের চলাচলে ব্যাপক ভোগান্তি বাড়িয়েছে। প্রায় তিন মাস পর বিভিন্ন সড়ক থেকে জলাবদ্ধতার পানি নেমে গেলেও কয়েকটি সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কগুলো। টানা বৃষ্টি ও নদ-নদীর উপচে পড়া পানিতে উপজেলার ১০৪টি গ্রাম প্লাবিত হয়। পানি সরতে না পারায় ভয়াবহ জলাবদ্ধতার রূপ নিয়ে সড়কগুলো তলিয়ে এই অবস্থার সৃষ্টি হয়েছে।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কেশবপুর-পাঁজিয়া সড়কের হারেস খাঁর ইটভাটা এলাকা, ঋষিপাড়া, মাগুরাডাঙ্গা, ব্যাসডাঙ্গা মোড়ের সড়ক জলাবদ্ধ হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ওই সড়ক চলাচলের অনুপযোগী হওয়ার পাশাপাশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ ছাড়া উপজেলার ভান্ডারখোলা, ত্রিমোহিনী সড়ক, পৌর এলাকার অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় চলাচলে ব্যাপক ভোগান্তিতে পড়েন মানুষ। এসব সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে।

বেলোকাটি গ্রামের হাফিজুর রহমান বলেন, প্রায় তিন মাস পর কেশবপুর- পাঁজিয়া সড়ক থেকে পানি নেমে গেলেও বড় বড় গর্তই হয়েছে এখন ভোগান্তির অন্যতম কারণ। হয়ে পড়েছে চলাচলের অনুপযোগী। তিনি বলেন, সড়কে যখন পানি ছিল, কেশবপুরে আসার জন্য এলাকাবাসীকে মাগুরখালী অথবা পাশের ফকির রাস্তা বাজার ঘুরে আসতে হয়েছে। এখন পানি নেই; কিন্তু ভোগান্তি রয়েছে।

এ ব্যাপারে কেশবপুর উপজেলা প্রকৌশলী নাজিমুল হক বলেন, কেশবপুর-পাঁজিয়া উন্নয়নকাজ অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |