শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন

নূর হোসেনের বাংলায় খুনি হাসিনার ঠাই নাই

নূর হোসেনের বাংলায় খুনি হাসিনার ঠাই নাই

 একেএম,রুহুল আমীন স্বপন( স্টাফ রিপোর্টার) : আজ ১০ নভেম্বর। শহীদ নূর হোসেন দিবস পালন করা হয়। সৈর শাসক জেনারেল এরশাদের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন চলাকালে ১৯৯০ সালের এই দিনে শহীদ হন নূর হোসেন। আজ ১০ নভেম্বর সারা দেশের ন্যায় ঢাকা মহানগর উত্তর ,,খিলক্ষেত বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।এক দিক থেকে শ্রমিক নেতা শুক্কুরের নেতৃত্বে মিছিল আসতে থাকে ,অন্য আর একদিক থেকে ইমান আলীর নেতৃত্বে মিছিল, অন্য দিক থেকে ছাত্রনেতা রাসেল বাবু ও আঃ মালেকের নেতৃত্বে মিছিল, আসতে থাকে।

 

এরি মধ্যে এমদাদ বাবুর নেতৃত্বে বিশাল হোন্ডার শোডাউন। বিএনপির ও অংগসংগঠনের নেতারা বলেন, খুনি হাসিনা ভিডিও বার্তা দিয়ে দেশকে একটা অস্হিতিশীল অবস্থায় ফেলতে চায়। বিভিন্ন ধরনের নেতিবাচক কথাবার্তার কারনে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে বলে নেতারা মন্তব্য করছেন।আরো বলেন,গুজবের জন্য গত রাতেই ঢাকার জিরো পয়েন্টে বৈষম্য বিরোধী ছাত্র -জনতার সাথে আমরাও ছিলাম ও আছি। আমরা সহ সকল ছাত্র সমাজ এবার ব্যপক প্রস্তুতি নিয়ে রেখেছি গতকাল থেকে। বিএনপির নেতারা বলেন ,গত রাতে নিকুঞ্জ -২ এর সর্মা হাউজ থেকে ০৬ জন ফ্যাসিবাদের দোসরকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তারা আজকে ট্রাম্প এর ফেস্টুন নিয়ে অরাজগতা সৃষ্টির পায়তারা করছিল। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তৃতা করেন ,ছাত্রদল ঢাকা মহানগর উত্তর এর সাধারণত সম্পাদক রাসেল বাবু, কৃষক দলের নেতা ইমানুল হক,শ্রমিক দলের ঢাকা মহানগর উত্তর এর নেতা দপ্তরের দায়িত্বে থাকা এহসান। শ্রমিকদের খিলক্ষেত থানা সভাপতি আঃ মালেক, মোঃ আলমগীর হোসেন সহ ,দেলোয়ার হোসেন ইকবাল ,ছাত্র নেতা বাপ্পি ,রনি ,মোঃ কিরন,আরফান,সাবেক ছাত্র নেতা জুয়েল,আঃ আলী,সেলিম সহ শত শত নেতাকর্মী। বটতলা, নিকুঞ্জ-২ এ শেষ হয় মিছিলটি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |