মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন

ফ‌কিরহা‌টে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী অবশেষে গ্রেপ্তার

ফ‌কিরহা‌টে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী অবশেষে গ্রেপ্তার

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতাঃ
বাগেরহাটের ফকিরহাটে একটি অস্ত্র মামলার ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হয়েছেন। দীর্ঘদিন পালিয়ে থাকার পর অবশেষে আশরাফ হোসেন ওরফে শাহিন (৫৮) নামের ওই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল শনিবার  রাতে গোপনে সংবাদ পেয়ে এএসআই আব্দুলাহ আল মামুনসহ পুলিশের একটি দল লখপুরের খাজুরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তিনি একটি অস্ত্র মামলার ১০বছরের কারদণ্ডপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন বলে পুলিশ জানায়। গ্রেপ্তারকৃত আশরাফ হোসেন শাহিন খাজুরা গ্রামের মৃত সুলতান শেখের ছেলে।  ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আলীমুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত  করেছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |