বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন

শিক্ষিকার স্বামীকে ৫৪ ধারায় গ্রেফতার

শিক্ষিকার স্বামীকে ৫৪ ধারায় গ্রেফতার

নাটোরের আলোচিত কলেজ শিক্ষক খায়রুন নাহারের স্বামী কলেজছাত্র মামুন হোসেনকে জিজ্ঞাসাবাদ শেষে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কোর্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) দুপুরে অপমৃত্যু (ইউডি) মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) এ জে মিন্টু কোর্ট পুলিশের কাছে তাকে হস্তান্তর করেন।

সেখান থেকে তাকে বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোসলেম উদ্দিনের আদালতে হাজির করা হবে। আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।

 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। আর এ ঘটনায় যেহেতু কোনো মামলা হয়নি, তাই শিক্ষিকার স্বামী মামুনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে। তিনি বলেন, ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় গুরুত্বের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |