মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
এনামুল হক ছোটনঃ
২০০৫ সালে ১৭ আগষ্ট জঙ্গিবাদী বিএনপি-জামাত জোটের প্রত্যক্ষ মদদে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলায় প্রতিবাদে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিশাল বিক্ষোভ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। ১৭ আগষ্ট বুধবার বিকেলে নগরীর কৃষ্ণচূড়া চত্বরে প্রতিবাদ মিছিল এর সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ মিছিল ও সমাবেশে ময়মনসিংহ মহানগর আওয়ামিলীগ সহ সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ ইকরামুল হক টিটুর আহবানে মহানগর ছাত্রলীগের এর প্রতিষ্ঠাতা আহবায়ক নওশেল আহমেদ অনি এর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
ময়মনসিংহ মহানগর আওয়ামিলীগ এর সহ সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র ইকরামুল হক টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত এর আহবানে মহানগর আওয়ামিলীগ এর উদ্যোগে বিশাল বিক্ষোভ প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত সকলের উদ্দেশে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা সহ মহানগর ছাত্র লীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনিও বক্তব্য রাখেন। বক্তব্য শেষে সিরিজ বোমা হামলায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিশাল প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি নগরীর কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু করে নগরীর টাউন হল মোড়ে এসে শেষ হয়। সমাবেশ ও বিক্ষোভ প্রতিবাদ মিছিলে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ,মহানগর যুবলীগ ও মহানগর ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দরা অংশগ্রহণ করে।