বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন

টঙ্গীতে ছয় ডাকাত গ্রেফতার 

টঙ্গীতে ছয় ডাকাত গ্রেফতার 

আশিকুর রহমান:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে ডাকাতের প্রস্তুতি কালে ধারালো অস্ত্রসহ ছয় জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। ১৯ই আগষ্ট শুক্রবার
ভোরে টঙ্গী পশ্চিম থানাধীন দেওড়া বেক্সিমকো মোর পাকা রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলোঃ গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানাধীন মিল গেইট কোঅপারেটিভ মার্কেট এলাকার হাজী আব্দুস সোবাহানের ছেলে রমজান আলী রাজু (২৭),পাবনা জেলার আটঘরিয়া থানার মিয়া বাড়ি এলাকার নজরুল ইসলামের ছেলে খোরশেদ আলম( ৩৬), বর্তমানে মাজার বস্তি এলাকায় ভাসমান, গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানাধীন বড় দেওড়া পরাণ মন্ডলের ট্যাক এলাকার জালাল বেপারীর ছেলে বুলু ওরফে জুয়েল (২০), ঢাকা জেলার তুরাগ থানার রানাভোলা এলাকার হাফিজুর রহমানের ছেলে আরাফাত রহমান সৈকত( ১৯), গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া মোল্লাবাড়ি এলাকার হেলালের ছেলে ফয়সাল(২০), গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানাধীন পরান মন্ডলের ট্যাক এলাকার শরিফুল এর ছেলে সাগর মিয়া(২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি টঙ্গী পশ্চিম থানাধীন দেওড়া বেক্সিমকো মোরে পাকা রাস্তার উপর একদল ডাকাত অস্ত্রসহ
ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ভোর রাত ৪:১০ টায় অভিযান পরিচালনা করে
ছয় ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজতে থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি চাপাতি ১টি সুইচ গিয়ার ৩টি ছোরা ও ৬টি ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন আছে।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা মামলা নং -১৫ তাং ১৯/০৮/২০২২খ্রি, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |