শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২০ অপরাহ্ন

শেরপুরে অবৈধ ভাবে ধান মজুদকারীকে পাঁচ  লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত 

শেরপুরে অবৈধ ভাবে ধান মজুদকারীকে পাঁচ  লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত 

মাসুম বিল্লাহ, শেরপুর বগুড়া:
 বগুড়া শেরপুরে শেরুয়া বটতলা বিসমিল্লাহ অটো রাইস মিলের মালিককে অবৈধভাবে ধান মজুদ করায় পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জানাযায় গত ২১ আগস্ট ২০২২ রাত ১১ টায় শেরুয়া বটতলা ভ্রাম্যমান আদালত পরিচালিত করে অবৈধভাবে ধান মজুদের করার জন্য শেরুয়া বটতলার বিসমিল্লাহ অটো রাইস মিলের মালিক আলহাজ্ব আব্দুল কুদ্দুসকে ৫ লক্ষ টাকা অর্থদন্ড ও ৭ দিনের মধ্যে বাজারজাতকরণের নির্দেশ দেন শেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: সাবরিনা শারমিন। শেরপুর মোবাইল কোর্টে খাদ্য পরিদর্শক এবং শেরপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর সহকারী কমিশনার ভূমি সাবরিনা শারমিন বলেন অবৈধ মজুদকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |