মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন

সাংবাদিক বাছিতকে প্রাণে হত্যার চেষ্টা সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সাংবাদিক বাছিতকে প্রাণে হত্যার চেষ্টা সুস্থতা কামনায় দোয়া মাহফিল

 

 

 

সিলেট প্রতিনিধি:

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন সাংবাদিক আব্দুল বাছিত এর দ্রুত সুস্থ্যতা কামনায় সংগঠনের অস্থায়ী কার্যালয় (মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব) দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ আগস্ট বিকালে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সাংবাদিক ও মানবাধিকারকর্মী জুসেফ আলী চৌধুরী, সংগঠনের যুগ্ন সম্পাদক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, এ,বি,এল এ সভাপতি ও সংগঠনের কার্যনির্বাহী সদস্য মোঃ তাওহীদ ইসলাম, জেলা সাংবাদিক কল্যাণ সংগঠন এর সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রাজুল আলী, সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার, জেলা কমিঠির সদস্য এম.এ কাইযুম সুলতান, আব্দুর রহমান রহমত, আরহারব, আফরুজ্জামান, মাওলানা শরীফ আহমদ, লুৎফুল খবীর রাউফু, মোঃ সিফন মিয়া, দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু তালেব চৌধুরী প্রমুখ।

এছাড়াও বিভিন্ন পেশাজীবি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ও আমাদের সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ সমূহ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে, সাংবাদিক আব্দুল বাছিত এর দ্রুত সুস্থ্যতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য- গত ১৩ আগষ্ট উপজেলার উবাহাটা নামক স্থানে সন্ত্রাসীরা সাংবাদিক আব্দুল বাছিত খানকে সন্ত্রাসীরা প্রাণে হত্যার উদ্যাশ্যে কুপিয়ে রক্তাক্ত করে। ডান হাত দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন । কাঁদে ও পায়ে, তলপেটে গুরুতর জখমপ্রাপ্ত হন। বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মুমৃর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পর্যায়ক্রমে ৬ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |