মমিন তালুকদার, ঘাটাইল
ঘাটাইল উপজেলার সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে ।
জানা যায় , গত মঙ্গলবার “ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ” এবং “ নিরাপত্তা কর্মী ” পদে নিয়োগ পরীক্ষা নির্ধারণ করা হয়। কিন্তু অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ অর্থের বিনিময়ে স্বজনপ্রীতি করে তার নাতী মোঃ আব্দুল্লাহ আল লোমান ও তার নিজস্ব প্রার্থী মোঃ হাফিজুর রহমানকে মোটা অংকের অর্থের বিনিময়ে নিয়োগ প্রদান করেছেন ।
এমতাবস্থায় প্রার্থী মোঃ আতিকুর রহমান খান , মেরী খানম ও মোঃ লিটন মিয়া সজল হোসেন এই ঘটনার প্রতিবাদ জানিয়ে নিয়োগ বাতিল করে পূনরায় নিয়োগ পরিক্ষার দাবি জানিয়ে টাঙ্গাইল জেলা প্রশাসক , অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা , ঘাটাইল উপজেলা চেয়ারম্যান , ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ পেশ করেন এবং সুষ্ঠু নিয়োগ পরিক্ষার মাধ্যমে প্রার্থী যাচাই-বাচাই করে পুনরায় নিয়োগ প্রদানের দাবী জানান তারা।
মোঃ আতিকুর রহমান বলেন, পরিক্ষার আগে আমি অভিযোগ করছি পরিক্ষা স্বচ্ছ হবে না । আমার পরিক্ষায় ডিস্টার্ব করেছে যেন ভালো পরিক্ষা দিতে না পারি। তারা প্রায় তিরিশ লক্ষ টাকার বিনিময়ে অযোগ্যদের এতে নিয়োগ দিয়েছে ।
ঘটনার বিষয়ে অভিযোগ অস্বীকার করে সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল বাছেত আকন্দ বলেন, যথাযথ ভাবেই নিয়ম মেনে তাদের নিয়োগ প্রক্রিয়া করা হয়েছে।