মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন

কুমিল্লায় ফলের গোডাউনে ৭ লাখ টাকার ফেনসিডিল

কুমিল্লায় ফলের গোডাউনে ৭ লাখ টাকার ফেনসিডিল

কুমিল্লায় ফলের গোডাউনে পাওয়া গেল ৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের ফেনসিডিল। এ সময় সুমন (৩০) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় ৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। শনিবার রাতে কুমিল্লা নগরীর চকবাজার ট্রাংক রোড এলাকার সিটি সুপার মার্কেট থেকে এসব ফেনসিডিলসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ী সুমন হোসেন জেলার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া মধ্যমপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে। তিনি চকবাজার এলাকায় ফলের ব্যবসা করতেন। আটককৃত সুমন গোডাউনটি জনৈক জহিরুল আলমের কাছ থেকে ভাড়া নিয়ে ফলের গোডাউন হিসেবে ব্যবহার করতো এবং এর আড়ালে মাদক ব্যবসা চালাতো। চকবাজার এলাকায় তার “বকশী সুইটস এন্ড ফল ভান্ডার” নামে একটি ফলের দোকান আছে।

জিজ্ঞাসাবাদে সে জানায়, তার সাথে মোঃ হাসান (৩৮) নামে আরও একজন আছেন। সে এখন পলাতক। তার সার্বিক সহযোগীতায় তারা সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রি করার উদ্দেশ্যে নিজেদের গোডাউনে মজুদ রাখে।

রোববার জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া জানান, চকবাজার বকশী সুইটস অ্যান্ড ফল ভাণ্ডারের মালিক সুমন হোসেন ফলের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার ফলের গোডাউনে অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ। এ সময় ওই গোডাউন থেকে ৪৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |