শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন

দীঘিনালায় অগ্নিকাণ্ডে পুড়লো ৫৩ ব্যবসা প্রতিষ্ঠান

দীঘিনালায় অগ্নিকাণ্ডে পুড়লো ৫৩ ব্যবসা প্রতিষ্ঠান

দীঘিনালায় অগ্নিকাণ্ডে পুড়লো ৫৩ ব্যবসা প্রতিষ্ঠান

দীঘিনালা, খাগড়াছড়ি : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারের স্টেশন সংলগ্ন লারমা স্কয়ার এলাকায় গভীর রাতে অগ্নিকাণ্ডে খাবার হোটেল, কুলিংকর্ণার, হার্ডওয়ার, ইলেকট্রনিক্সের দোকান সহ মোট ৫৩ টি ব্যবসা প্রতিষ্ঠান সকল মালামাল সহ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।১৬ মে (মঙ্গলবার) দিবাগত-রাত আনুমানিক ১.৩০ দিকে এ ঘটনা ঘটে। ইলেকট্রনিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।এ ঘটনায় সুভাষ মজুমদার, মোহর্ত চাকমা সহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, হঠাৎ গভীর রাতে আগুন জ্বলতে দেখলে তাৎক্ষণিক দীঘিনালা ফায়ার স্টেশনকে অবগত করা হয়। উপজেলা ফায়ার স্টেশন থেকে দু’টি ও জেলা সদর থেকে দু’টি সহ মোট চারটি ইউনিট প্রায় সাড়ে চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।এবিষয়ে দীঘিনালা ফায়ার স্টেশন কর্মকর্তা, পংকজ বড়ুয়া জানান, রাত ১ টা ১৫ মিনিটে ফোন আসলে তাৎক্ষণিক দীঘিনালা স্টেশন থেকে দু’টি এবং পরবর্তীতে জেলা সদর থেকে দু’টি সহ মোট চারটি ইউনিটের চার ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

লারমা স্কয়ার সংলগ্ন বাজার পরিচালনা কমিটির সভাপতি ২ নং বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করে উপজেলা প্রশাসন বরাবর দরখাস্ত দেয়া হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করা হয়েছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে নগদ আর্থিক অনুদান প্রদান করা হবে। এবং পরবর্তীতে জেলা প্রশাসক খাগড়াছড়ি বরাবর আবেদন পূর্বক ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।এ ঘটনার পর পর দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুস সালাম অগ্নি কান্ডে ক্ষতিগস্ত এলেকা পরির্দশন করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |