বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন

রাউজানে বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ

রাউজানে বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ

রাউজানে বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ

রাউজান চট্টগ্রাম : রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, আর্থিকভাবে পিছিয়ে পড়া রোগাক্রান্তদের জন্য কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য, বস্ত্র, বাসস্থান. শিক্ষা ও চিকিৎসা এ পাঁচটি মৌলিক অধিকার নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, চিকিৎসার অভাবে দেশের কোনো মানুষ যাতে কষ্ট না পায় ,সেজন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া, জন্মগত হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠান থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ২৩ জনের মধ্যে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রাউজান উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মনির হোসাইন। বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন। এসময় উপস্থিত ছিলেন চেক গ্রহণকারী রোগাক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |