বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন

চট্টগ্রামে ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

চট্টগ্রামে ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

চট্টগ্রামে ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার লালদীঘি পাড় এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।শুক্রবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে তাদের গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ। কক্সবাজার জেলার সদর থানার ফতের ঘোনা লাইটহাউজ পাড়ার মো. হাসানের ছেলে আবু বক্কর সিদ্দিক (২৮) এবং সদর থানার বাংলাবাজার সিকদার ঘোনা গ্রামের মো. জাফর আলমের ছেলে মো. কায়সার (২৯)কে গ্রেফতার করেন । কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লালদীঘি পাড় এলাকা থেকে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |