বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন

চট্টগ্রাম-কক্সবাজারে জুয়ার আসর থেকে ৩০ জুয়াড়ি আটক

চট্টগ্রাম-কক্সবাজারে জুয়ার আসর থেকে ৩০ জুয়াড়ি আটক

চট্টগ্রাম-কক্সবাজারে জুয়ার আসর থেকে ৩০ জুয়াড়ি আটক

বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম ও কক্সবাজারে জুয়ার আসর থেকে ৩০ জুয়াড়িকে আটক করা হয়েছে। কক্সবাজারে জেলা গোয়েন্দা বিভাগ ও সদর মডেল থানার পুলিশ এবং চট্টগ্রামে পাঁচলাইশ থানার পুলিশ শনিবার রাতে পৃথক এই অভিযান চালায়। জানা গেছে, শনিবার (২০ মে) রাতে কক্সবাজার শহরের লালদিঘির পশ্চিম পাড়ের বহুল আলোচিত সাতকানিয়া হোটেলে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১৭ জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ টাকাসহ জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর জাবেদ মাহমুদ জানান, সাতকানিয়া হোটেলে প্রায়ই জুয়ার আসর বসে। এতে অনেকেই টাকাপয়সা হারিয়ে নিঃস্ব হয়েছেন। খবর পেয়ে ওই আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। তাতে ১৭ জন জুয়াড়িকে জুয়ার সরঞ্জামসহ আটক করা হয়।

চট্টগ্রামে ১৩ জুয়াড়ি আটক: চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ১৩ জুয়াড়িকে আটক করেছে সিএমপি’র পাঁচলাইশ থানার পুলিশ। শনিবার (২০ মে) রাতে রেলওয়ে স্টেশন সংলগ্ন লুৎফর কলোনি থেকে এদের আটক করা হয় । পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন মজুমদার বলেন, জুয়া খেলার আসর থেকে ১৩ জুয়াড়িকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও জুয়ার বোর্ড থেকে নগদ ৫ হাজার ৭৩০ টাকা জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |