শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ার একটি কমিউনিটি সেন্টারের পাশ হতে গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১:১৫ টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক মোঃ নুর হোসেন (২২), বান্দরবন জেলার লামা থানার আবদুল মালেকের ছেলে ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে থাকা ১ টি ব্যাগের ভিতর হতে ৫কেজি গাঁজা উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের অনুমানিক মূল্য ১লাখ টাকা। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, কুমিল্লা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রামের বাকলিয়া থানাধীন কালা মিয়া বাজারে মাদক ব্যবসায়ী মোঃ সাগর (২৬) নিকট বিক্রয় করে আসছে । বাকলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুর রহিম বলেন , গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে । আটক মোঃ নুর হোসেন , মোঃ সাগরের আসামী করে মামলা রুজু করা হয়েছে । গ্রফতারকৃত মো নুর হোসেনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় বিচারধীন মাদক মামলাও রয়েছে বলেও জাানান ।