বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৫:০০ অপরাহ্ন

জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা এসআই সুমন মিয়া  

জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা এসআই সুমন মিয়া  

মো. আব্দুল মান্নান :  কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উপলক্ষে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ফুলপুর থানার এসআই সুমন মিয়াকে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা ঘোষণা করে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শনিবার ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন ও জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা তার হাতে ওই সম্মাননা স্মারক ও ক্রেস্ট উপহার তুলে দেন। এসময় পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। এ উপলক্ষে তাকে বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম (বার) পিপিএম স্বাক্ষরিত একটি সনদ প্রদান করা হয়। এতে  আইজিপি বলেন, এ স্বীকৃতি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ‘পুলিশ জনতা ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কাজ করছে কমিউনিটি পুলিশ।
ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তার সম্মাননা পাওয়ায় ফুলপুর থানার সেকেন্ড অফিসার সুমন মিয়ার প্রতি সন্তোষ প্রকাশ করে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে  ধন্যবাদ জানিয়েছেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। এছাড়া তার শুভাকাঙ্ক্ষী বিভিন্নজনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। শুভাকাঙ্ক্ষীরা মনে করেন, স্মার্ট বাংলাদেশ গড়তে এসআই সুমনদের বিকল্প নেই। তিনি ভবিষ্যতে আরও ভাল করবেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |