শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন
মনসুর আলম মুন্না ( কক্সবাজার ): আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে কক্সবাজার সুশীল সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সুশীল সমাজের পক্ষ থেকে সাংবাদিক মোজাম্মেল হকের সঞ্চালনায় ও প্রকৌশলী বশির উদ্দিন মাহমুদের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন গত ফ্যাসিবাদী সরকারের কাছে সর্বোচ্চ নির্যাতিত সম্পাদক ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি হাসিনা সরকারের মিথ্যা মামলার আসামী হয়ে দেশান্তর হয়েছিলেন। এবং মানববন্ধন উপস্থিত সকলে তার মুক্তির দাবি জানিয়েছেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদিকা ও সাবেক পিপি এডঃ শামীম আরা সপ্না, সেভ দ্যা হিউমিনিটির প্রধান উপদেষ্টা ও কক্সবাজার জেলা জজ আদলাতের সিনিয়র আইনজীবি এডঃ রমিজ আহমদ,কক্সবাজার জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমের উজ্জল, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক এডঃ মোহাম্মদ ইউনুছ, সহ সাংবাদিক, সুশীল সমাজ ও সর্বস্তরের জনসমাজ উপস্থিত ছিলেন।