শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলায় জেলে গুলিবিদ্ধ

বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলায় জেলে গুলিবিদ্ধ

মনসুর আলম মুন্না ,কক্সবাজার : বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলায় এক জেলে গুরুতর আহত হয়েছেন। গত ৮ অক্টোবর গভীর রাতে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের এমবি ১ ও এমবি ২ নামে দুটি ফিশিং ট্রলারে জলদস্যুরা হামলা চালায়।

ভুক্তভোগী জেলেরা জানিয়েছেন, জলদস্যুরা স্পিড বোটে এসে হঠাৎ হামলা চালায় এবং নির্বিচারে গুলিবর্ষণ করে। এতে মোঃ জহির উদ্দিন নামে এক জেলে গুলিবিদ্ধ হন। জহির উদ্দিন লক্ষ্মীপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে। জলদস্যুরা ট্রলার দুটি লুটপাট করে পালিয়ে যায়। পরে ৯ অক্টোবর সকাল ১১ টার দিকে গুলিবিদ্ধ ওই জেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়,বর্তমানে তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় স্থানীয় জেলেরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |