বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:০২ অপরাহ্ন

ব্যাংকের ম্যানেজারকে মারধর করে ভল্টের চাবি ছিনতাই

ব্যাংকের ম্যানেজারকে মারধর করে ভল্টের চাবি ছিনতাই

বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকের সোহাগী বাজার শাখার ম্যানেজার মোহাম্মদ মাহাবুবুর রহমানকে মারধর করে ব্যাংক ভল্টের চাবি ছিনতাই করে নিয়েছে একদল যুবক। এ ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধার পর গৌরীপুর উপজেলার ভবানীপুর নামক স্থানে। এব্যপারে ব্যাংক ম্যানেজার বাদি হয়ে গৌরীপুর থানায় একটি এজহার দায়ের করেছেন।

কৃষি ব্যাংক সোহাগী বাজার শাখার ম্যানেজার মোহাম্মদ মাহাবুবুর রহমান জানান, প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায় ব্যাংকের কাজ শেষে বাড়ি ফেরার পথে গৌরীপুর উপজেলার ভবানীপুর এলাকায় পৌছলে ৫জনের একটি সংঘবদ্ধ দল পথরোধ করে মারধর করে। এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যাংক ভল্টের চাবিসহ সাথে থাকা সর্বস্ব ছিনিয়ে নিয়ে যায়।

মারধর করার সময় ম্যানেজার দুই যুবককে চিনতে পারেন বলে এজহারে উল্লেখ করেন। তারা হচ্ছে সোহাগী ইউনিয়নের দড়িবড়ভাগ গ্রামের সাদেক মিয়ার ছেলে নাহিদ হাসান রাসেল (২৪) ও দরিবৃ গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আজিজুল হক (২২)।

ম্যানেজার আরো জানান, ওই দুই যুবক কিছুদিন আগে ব্যাংক থেকে ঋণের জন্য আবেদন করে ছিলেন। সেই ঋণের আবেদন যাচাই বাচাই করে ঋণ আবেদন না মঞ্জুর করা হয়। পরে বিষয়টি নিয়ে যুবকরা ম্যানেজারকে চাপ প্রয়োগ করে। চাপের পরেও ম্যানেজার ঋণ দিতে অস্বীকৃতি জানান। এতে তারা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও হুমকি দিয়ে ব্যাংক ত্যাগ করে। পরে বুধবার সন্ধায় বাসায় যাওয়ার সময় তিনি মারধর ও ছিনতাইয়ের শিকার হোন।

এদিকে এমন খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে আসেন বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনিসংহ উত্তর জেলা শাখার ডিজিএম মো. কামরুল হাসান। গৌরিপুর থানার অফিসার ইনচার্জ মীর্জা মাজহারুল আনোয়ার বলেন, ব্যাংক ম্যানেজারকে মারধরের ঘটনায় মাহাবুবুর রহমান বাদি হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো তিনজনকে আসামী করে একটি এজাহার দায়ের করেছেন।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, ব্যাংক লকারের চাবি ছিনতাইয়ের ঘটনা শুনে তাৎক্ষণিক ব্যাংকের ওই শাখায় পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় আসামীদ্বয়ের কাছ থেকে ছিনতাইকৃত ভল্টের চাবিসহ ম্যানেজারের ব্যাগটি উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |