শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০১:২৮ অপরাহ্ন

ইবি ছাত্রদলের ১৯ দফা দাবীতে স্মারকলিপি প্রদান

ইবি ছাত্রদলের ১৯ দফা দাবীতে স্মারকলিপি প্রদান

জামাল উদ্দীন,  ইসলামী বিশ্ববিদ্যালয়: ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা, হলের খাবারের মান বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধসহ ১৯ দফা দাবিতে ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। শনিবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর এ স্মারকলিপি প্রদান করে দলটির নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন, তরিকুল ইসলাম সৌরভ প্রমুখ।

দাবিগুলো হলো, বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা ও হল গুলোতে অবস্থানরত শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা জোরদার করা, খাবারের মান বৃদ্ধির লক্ষ্যে হল ডাইনিংয়ের ভর্তুকি বৃদ্ধি এবং বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে বিশ্ববিদ্যালয়ে আওয়ামী প্রশাসন শিক্ষার্থীদের আকাঙ্খা, প্রত্যাশা ও মতামতের প্রাধান্য না দিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল ফি তিনগুণ বৃদ্ধি করেছিল। এই অতিরিক্ত ফি শিক্ষার্থীদের গলার কাঁটায় পরিণত হয়েছে। তাই এই অতিরিক্ত ফি কমাতে হবে পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে, বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের যে লক্ষ্য নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন তা পূরণ করতে হবে, সকল দপ্তরে জবাবদিহিতা নিশ্চিত এবং নিষিদ্ধ সংগঠন ও গণহত্যার দোসর ব্যতিত রাজনৈতিক পক্ষগুলোকে একটি প্লাটফর্মে নিয়ে এসে সকলের সহাবস্থান ও শিক্ষার্থীরা যেন বাধাহীনভাবে সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করতে পারে তা নিশ্চিত করতে হবে।

এছাড়াও নিয়মিত ক্যাম্পাস পরিষ্কার ও পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন ও ক্যাম্পাসে র‌্যাগিং সম্পূর্ণভাবে নির্মূলে যথাযথ পদক্ষেপ, সেশনজট নির্মূল ও মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে, ক্যাম্পাসজুড়ে সিসি ক্যামেরা ও পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা, চিকিৎসা কেন্দ্রে আধুনিক চিকিৎসা নিশ্চিত ও মেধার ভিত্তিতে হল গুলোতে শিক্ষার্থীদের আবাসিকতা নিশ্চিত করা, পুরো ক্যাম্পাসে দ্রুত গতির ওয়াইফাই ব্যবস্থা ও কেন্দ্রীয় লাইব্রেরী সপ্তাহে সাতদিন খোলা রাখা এবং পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, পরিবহন ব্যবস্থায় ভোগান্তি নিরসনসহ ডায়েরি ও ক্যালেন্ডারে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম অন্তর্ভুক্ত এবং বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে জিয়া স্মৃতি কমপ্লেক্স নির্মাণ করার ও দাবি জানান তারা।

ইবি ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ছাত্রদলের পক্ষ থেকে যে স্মারকলিপি দেওয়া হয়েছে এগুলোর সব দাবিই যৌক্তিক। যৌক্তিক দাবি পূরণে আমাদের চেষ্টা সবসময় থাকবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |