সোমবার, ১৬ Jun ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
মোহাম্মদ ইয়াছিন, ফটিকছড়ি (চট্টগ্রাম): ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে নিখোঁজ হওয়ার ১৩ দিন পর সেপটিক ট্যাংক থেকে বস্তাবন্দি অবস্থায় তাবাসসুম (৬) নামের এক শিশুর লাশ পাওয়া গেছে।
২৯ নভেম্বর (শুক্রবার) সকালে উপজেলার দাঁতমারা ইউপির বড় বেতুয়া গ্রামে স্থানীয়রা বস্তাবন্দি লাশটি দেখতে পায়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে লাশটি উদ্ধার করতে যায়। নিহত ওই শিশু একই এলাকার আমান হোসেনের কন্যা।
জানা যায়- গত ১৭ নভেম্বর নিজ বাড়ি থেকে নিখোঁজ হন তাবাসসুম। পরেরদিন ভূজপুর থানায় শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজ ডায়েরি করা হয়। নিখোঁজের দীর্ঘ ১৩ দিন পর (২৯ নভেম্বর) তাবাসসুমের পাশের বাড়ির একটি টয়লেট থেকে তারা বস্তাবন্দি লাশ পাওয়া যায়।
শিশুটির চাচা রাসেল বলেন- আমরা সকালে জানতে পারি টয়লেটে বস্তাবন্দি লাশ পাওয়া গেছে। পরে গিয়ে দেখি লাশটি আমার ভাতিজির। আমার ভাই বিএনপির রাজনীতি করে। তাকে বিভিন্ন সময় মামলা হামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমরা এ পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার চাই।
স্থানীয় অনেকেই বলেন শিশুটি নিখোঁজের পর থেকে আমরাও অনেক খোঁজাখুঁজি করেছি। এ ধরনের পরিকল্পিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই আমরা।
এ ব্যাপারে ভূজপুর থানার অফিসার ইনচার্জ গোলাম সরওয়ার বলেন- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশ উদ্ধারের পর পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।