বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
রেজাউল করিম রেজা,ময়মনসিংহ : নূর আহমদ কাশেম গং কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা খাগডহর মদিনা নগর এলাকাবাসী। গত রবিবার (০১ ডিসেম্বর) সকালে ভুক্তভোগী ও এলাকাবাসীর উদ্যোগে নগরীর বিভাগীয় কমিশনার কার্যালয়ের বিপরীত পাশের রাস্তা এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
খাগডহর মদিনা নগর এলাকার বাসিন্দা ভূক্তভোগী মোঃ খলিলুর রহমান বলেন, মৌজা-খাগডহর, দাগ নং-বি আর এস-২০১৮. ২০১৯, ২০২০, শ্রেণী-পুকুর এবং পুকুর পাড়, খতিয়ান নং-৮৫২, ৫৪১, ১০১৮, জে এল নং-৭০, সর্ব মোট জমির পরিমান-৭২.৭৪ শতাংশ জমি ক্রয় মূলে আমি সহ আমার বাবা মোঃ বজলুর রহমান এবং আমার সহোদর বড় বোন মোছাঃ বদরুন্নাহার, লিপি মালিক প্রাপ্ত হইয়া ভোগ দখল করিয়া আসিতেছি। কিন্তু নূর আহমদ কাশেম, মোঃ আবুল কালাম গং বিবাদীগন উক্ত জমি দখল করার চেষ্টায় লিপ্ত আছে।
উক্ত তফসিল ভুক্ত জমি নিয়া বিজ্ঞ কোর্টে মামলা মোকাদ্দমা চলমান আছে। কিন্তু বিবাদীগন বিজ্ঞ কোর্টের আদেশ অমান্য করিয়া জমি দখল করার চেষ্টায় লিপ্ত আছে এবং আমাদেরকে মিথ্যা মামলা দিয়া ফাসাইয়া দেওয়ার চেষ্টা করিতেছে। আমরা সঠিক তদন্তের মাধ্যমে এর বিচার চাই। এসময় উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান ফুরকান, বদরুন্নাহার লিপি, মনির, মাহবুবুল এহছান, শফিকুল ইসলাম ও ভুক্তভোগী এলাকার নারী পুরুষ।