বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:১১ অপরাহ্ন

মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর যুব ইউনিটের ব্যাটমিন্টন টুর্নামেন্ট

মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর যুব ইউনিটের ব্যাটমিন্টন টুর্নামেন্ট

কামরুল হাসান, মিরসরাই (চট্টগ্রাম):  চট্টগ্রামের মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে যুব ইউনিটের ডে-নাইট ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। সোমবার জামায়াতে ইসলামী মঘাদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তিনঘরিয়াটোলা শাখার উদ্যোগে এই ব্যাটমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়। সার্বিক তত্বাবধানে ছিলেন জামায়াতে ইসলামী মিরসরাই থানা যুব বিভাগের সাবেক সহ-সভাপতি আহমেদ রাকিব ও যুবনেতা রেজাউল করিম।

ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা শাখার সেক্রেটারী জেনারেল আব্দুল জব্বার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক নেতা তৌহিদুল ইসলাম মুসাফির মীর, মঘাদিয়া ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাওলানা নাসির, সভাপতি মো. শহিদ, সেক্রেটারী ডা: নুর উদ্দিন, আবুতোরাব ফাজিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা নজরুল ইসলাম, উত্তর জেলা যুবদল নেতা মিল্লাত চৌধুরী, উত্তর জেলা ছাত্রদল নেতা আমজাদ হোসেন, সাবেক উপজেলা ছাত্রদল নেতা আনোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি মো. মামুন, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন মঘাদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা ইকরাম হোসেন, ইউনিয়ন ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাবেদ ভুঁইয়া, সেক্রেটারি আরিফ হোসেন খোকা ও ফজলুল হকসহ ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের বিভিন্ন নেতৃত্ববৃন্দ।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় দিদারের মালিকানাধীন নানা ভাইর টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আহরামুল্লাহ মাদবার বাড়ী টিম। সবশেষে বিজয়ী এবং রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |