বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন
আব্দুল হাই, নাগেশ্বরী (কুড়িগ্রাম): বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুড়িগ্রাম জেলার শাখার আহবায়ক কমিটি ২৩ ডিসেম্বর ঘোষনা করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত মোস্তাফিজুর রহমান মোস্তফাকে আহবায়ক ও আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদকে সদস্য সচিব করে ০৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষনা করেন।
এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন শফিকুল ইসলাম বেবু ১নং যুগ্ম আহবায়ক ও হাসিবুর রহমান হাসিব ২ নং যুগ্ম আহবায়ক ও সদস্য তাজভিরুল ইসলাম। এদিকে বিএনপির জেলা সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুর রহমান রানা কমিটির কোথায় স্থান না পাওয়ায় চরম হতাশায় ভুগছেন রানা অনুসারীরা।
গত ৫ আগস্ট পতিত স্বৈরাচার হাসিনার পতনের পর বিএনপি-যুবদলকে ব্যবহার করে উত্তর ধরলায় এক প্রভাব বিস্তার ও বিভিন্ন অফিসে চাঁদা দাবি, টেন্ডারবাজি, অন্যের জমি দখলসহ নানা অভিযোগ ওঠে সাইফুর রহমান রানার বিরুদ্ধে। এদিকে ডক্টরস অ্যাসোসিশন ড্যাবের অন্যতম নেতা ও কুড়িগ্রাম ১ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ডা: ইউনুসের সঙ্গে রানার বিরোধ তুঙ্গে।
বিভিন্ন জায়গায় ডা: ইউনুসের নির্বাচনী প্রচারনায় বাধা ও সামাজিক কর্মকান্ডকে পন্ড করার অভিযোগ ওঠেছে। বিগত দিনে কুড়িগ্রাম ১ সংসদীয় আসনে সাইফুর রহমান রানার দলীয় মনোয়ন একক থাকলেও আগামী জাতীয় নির্বাচনে রানা‘র মনোয়ন বঞ্চিত হওয়ার আশংকা রয়েছে।