বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন

ইবির সান্ধ্য আইন শুধু শীতকালীন ছুটির জন্য

ইবির সান্ধ্য আইন শুধু শীতকালীন ছুটির জন্য

ওয়াসিফ আল আবরার, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে সদ্য জারিকৃত আলোচিত সমালোচিত সান্ধ্য আইন শুধু শীতকালীন ছুটি চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য বলে জানিয়েছেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির হোসেন। প্রভোস্ট কাউন্সিলের ১৪০তম সভায় ছেলেদের রাত ১১ টার মধ্যে এবং মেয়েদের মাগরিবের আযানের ১৫ মিনিটের মধ্যে হলে প্রবেশ করার বাধ্যবাধকতা দেওয়া হয় যা নিয়ে তুমুল সমালোচনার জন্ম হয়৷

গতকাল প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির হোসেনের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রতিনিধি দলের সাক্ষাৎকালে এ তথ্য জানান তিনি। এসময় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সংগঠনটির ছাত্রকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী উপস্থিত ছিলেন।

প্রভোস্ট বলেন, ক্যাম্পাস ছুটি থাকায় অধিকাংশ শিক্ষার্থী বাড়ি গিয়েছে। হলে অবস্থানকারী শিক্ষার্থীর সংখ্যা খুব ই কম। হলে অনেকসময় বহিরাগতরা প্রবেশ করে থাকে, যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এসব রোধে প্রভোস্ট কাউন্সিলর সাধারণ সভায় এ সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ববিদ্যালয়কে আমরা একটা পরিবার হিসেবে বিবেচনা করি। শীতকালীন ছুটিতে নিরাপত্তা জোরদার করার স্বার্থে এই প্রবেশসীমা নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে স্পেসিফিক ভাবে শীতকালীন শব্দটা না আসায় শিক্ষার্থীদের কাছে ভুল বার্তা গিয়েছে।

এসময় প্রতিনিধি দল শিক্ষার্থীদের অধিকার সংশ্লিষ্ট বিভিন্ন দাবি পেশ করেন। যার মধ্যে হলেগুলোতে নতুন করে কোনো সিন্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের মতামত নেয়া, হলের অভ্যন্তরে ক্যান্টিনের ব্যবস্থা করা, সুপেয় পানির ব্যবস্থা করা ও মেডিকেল এসিস্ট্যান্ট চালু করার দাবি জানানো হয়।

জানতে চাইলে শিবির সেক্রেটারি মাহমুদুল হাসান বলেন, প্রত্যেক আবাসিক হলে বিশেষ করে ছাত্রীদের হলে ক্যান্টিনের ব্যবস্থা করা এবং নারী মেডিক্যাল এসিস্ট্যান্ট ও জরুরি ওষুধের সরবরাহ রাখার দাবি জানিয়েছি। পাশাপাশি হাউজ টিউটররা হলে নিয়মিত অবস্থান করলে অনেক সমস্যা কেটে যাবে। স্যার আশ্বস্ত করেছেন যে সময়সীমাটা ছুটিকালীন সময়ের জন্য নির্ধারণ করেছে। অন্যান্য দাবিসমূহ শীতকালীন ছুটির পর কাউন্সিল মিটিং এ আলোচনা করবেন বলে জানিয়েছেন।

এছাড়াও নারীদের আবাসিক হলের অভ্যন্তীণ সীমানায় অবাধ চলাফেরা করার সুবিধার্থে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক গোলাম রাব্বানী।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |