মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন

মিরসরাইয়ে বর্ণালী’য়ান এসএসসি-২৩ ব্যাচ ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

মিরসরাইয়ে বর্ণালী’য়ান এসএসসি-২৩ ব্যাচ ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

কামরুল হাসান, মিরসরাই (চট্টগ্রাম): মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বর্ণালী’য়ান এস.এস.সি -২৩ ব্যাচ কর্তৃক আয়োজিত ২য় তম ব্যাটমিন্টন টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) রাতে করেরহাট রাজকুমার কমিউনিটি সেন্টার সংলগ্ন মাঠে উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়।

খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং করেরহাট ইউনিয়ন বিএনপি সদস্য সচিব এয়াছিন মিজান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মিয়া সওদাগর, উদয়ন ক্লাবের সভাপতি ছালেহ আহমদ ডিপটি, সাবেক অর্থ সম্পাদক নুর আলম (নুরু মেম্বার), ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফজলুল মুরাদ, ১নং করেরহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জামশেদ আলম ফারুক, ১নং করেরহাট ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি মোতাহার হোসেন রাসেল, বিএনপি নেতা এমরান হোসেন শামীম, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম বাবলু সহ অন্যান্যরা।

ফাইনাল খেলাই প্রতিদ্বন্দ্বিতা করেন দুই শক্তিশালী দল ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রদল ও জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদল। ফাইনাল খেলায় জয়লাভ করেন জোরারগঞ্জ ইউনিয়ন ছাএদল।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন সবসময়। আমরা সবসময় তরুণদের উৎসাহ দিয়ে থাকি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |