মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
অন্তু দাস (হৃদয়), টাঙ্গাইল: বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের টাঙ্গাইল জেলার সভাপতি সোহানুর রহমান সোহান সহ ২ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (৬ জানুয়ারি) ভোর ৫টার দিকে রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় একটি বাসা থেকে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, ছাত্রলীগ নেতা কবির হোসেন ও যুবলীগ নেতা রাসেল মিয়া কে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত সভাপতি সোহানুর রহমান সোহানসহ গ্রেপ্তারকৃতরা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
সোহানুর রহমান সোহানকে এই পর্যন্ত দুটি মামলা গ্রেপ্তার দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি সূত্র।
জানা গেছে, গ্রেপ্তার সভাপতি সোহান টাঙ্গাইলে ছাত্র-জনতার মিছিলে হামলায় শিক্ষার্থী মারুফ হাসান হত্যা মামলা ও গত ২০২৪ সালের আগস্টে একটি মারামারির মামলার এজাহারভুক্ত আসামি।