মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন
নাজমুল হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী): গোয়ালন্দে বেগুন চাষে সাফল্য বেগুন চাষীরা। ভালো ফলন ও দাম পাওয়ায় মুখে হাসি বেগুন চাষীদের। বেগুন একটি পুষ্টিমান সবজি জাতীয় তরকারি যা সারা বছরই চাষ হয়ে থাকে। সবজি হিসাবে অন্যান্য সবজির চেয়ে বেগুনের চাহিদাও কম নয়। গতকাল গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চর অঞ্চলে গিয়ে দেখা যায় শুধু বেগুন আর বেগুন ক্ষেত। দেবগ্রাম ইউনিয়ন চর কাওয়াজানী, মুন্সি বাজার, আতর চেয়ারম্যান বাজার এলাকায় অনেক বেগুনের চাষ করেছেন কৃষকেরা ।
ঐ এলাকার কৃষক আঃজব্বার বলেন, গত বার ভালো দাম পাওয়ায় এবার ৪ বিঘা বেশি জমিতে বেগুন চাষ করেছি। গত বারের চেয়ে এবার আড়াই বিঘা বেশি জমিতে বেগুন চাষ করেছি। একই এলাকার কৃষক মুন্নু,আজিজ সরদার,আমেদ আলী তাঁরা বলেন আমরা ও গতবারের চেয়ে এবার বেশি জমিতে বেগুন চাষে আগ্রহ হয়েছি।
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া, উজানচর,দেবগ্রাম, ছোটভকলা ইউনিয়নে কম বেশি বেগুন চাষ হলেও, তাঁর মধ্যে দেবগ্রাম ইউনিয়নে সবচেয়ে বেশি বেগুন চাষ হয়েছে। বেগুনের অনেক জাত আছে তাঁর মধ্যে লালতীর, লালতীর কিং, লাফা, নলী, সহ হাইব্রিড জাতের অনেক জাতের বেগুন চাষ করেন কৃষকরা, তবে এই অঞ্চলে লালতীর কিং বেগুনের চাহিদা বেশি। সারা বছর বেগুনের চাষ হলেও রবি মৌসুমে বেশি বেগুন চাষ হয়ে থাকে।
ইব্রাহিম শেখ, গোলাপ সরদার, ওমেদ সরদার বলেন, সঠিক সময় জমির পরিচর্যা করে বেগুনের চারা লাগানো সার ঔষধ সঠিক সময় প্রয়োগ করলে ভালো ফলনের আশা করা যায়। তাঁরা আরো জানান রবি মৌসুমে এক বিঘা জমিতে বেগুন চাষ করতে ৩৫/৪০ হাজার টাকা খরচ লাগে এবং বেগুনের ফলন ভালো হলে বিঘা প্রতি ২৮০/৩০০ মণের ওপরে বেগুনের ফলন হয়। গোয়ালন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনন্দ কুমার বিস্বাস বলেন, এই বছরে এ উপজেলায় ১৯০ হেক্টর জমিতে বেগুন চাষ হয়েছে। গত বারের চেয়ে এবার বেশি জমিতে বেগুন চাষ করেছে কৃষকেরা।
তিনি আরো বলেন, গোয়ালন্দ উপজেলার কৃষকদের সঠিক সময় সঠিক পরামর্শ ও বিভিন্ন সহযোগিতা দেয়া হয়েছে এবং ভবিষ্যতে সকল প্রকার পরামর্শ এবং প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে তিনি জানান।