বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:০২ অপরাহ্ন

কুষ্টিয়া জেলা বিএনপির কমিটিতে পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুষ্টিয়া জেলা বিএনপির কমিটিতে পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চয়ন আহমেদ, কুষ্টিয়া : কুষ্টিয়ায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পদবঞ্চিত’রা। আহবায়ক কমিটিকে বিতর্কিত আখ্যা দিয়ে অবিলম্বে এই কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবিতে দলটির ত্যাগী ও পদবঞ্চিত নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

বুধবার (০৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের ইসলামিয়া কলেজ থেকে মিছিলটি বের হয়ে। মজমপুর রেল গেটে এসে সমাবেশে রুপ নেয়। সমাবেশ থেকে দাবী জানানো হয় বিগত ১৫ বছর আওয়ামী দুঃশাসনে নির্যাতিত নিষ্পেষিত নেতাদের বাদ দিয়ে জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। যারা এই কমিটিতে পদ পেয়েছেন তাদের দীর্ঘ ১৫ বছর আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এ কারণে অবিলম্বে আহ্বায়ক কমিটি বাতিল করে দলের ত্যাগী নেতাদের নিয়ে নতুন করে কমিটি গঠনের দাবি জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার ও আব্দুর রাজ্জাক বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিমউল হাসান অপু, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক গোলাম কোবির সহ অন্যান্য নেতারা।

এর আগে গত সোমবার (৬ জানুয়ারি) সকালে শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অবিলম্বে বিতর্কিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন দলটির এই পদবঞ্চিত ও ত্যাগী নেতা কর্মীরা। তিন দিনের এই কর্মসূচির মধ্যে ছিল আজ বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ। আগামী ১২ জানুয়ারি ঢাকায় বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও অনশন এবং আগামী ১৬ জানুয়ারি কুষ্টিয়ায় অনশন ও বিক্ষোভ সমাবেশ করবেন বলে নেতাকর্মীরা জানান।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |