বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

জয়পুরহাটে বস্তায় আদা চাষে মাঠ দিবস

জয়পুরহাটে বস্তায় আদা চাষে মাঠ দিবস

শাহাদুল ইসলাম সাজু, জয়পুরহাট: পরিত্যাক্ত, পতিত অনাবাদি জমিতে বস্তায় আদা চাষের উপর জয়পুরহাটে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা জেআরডিএম কৃষি খাত প্রোগ্রামের আওতায় জয়পুরহাট সদর উপজেলার তেঘর বিশা গ্রামে মাঠ দিবসের আয়োজন করে ।

জেআরডিএম-এর কৃষি কর্মকর্তা মোঃ আহসান হাবিবের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে বক্তব্য দেন, জয়পুরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাফসিয়া জাহান, জেআরডিএমের সহকারি কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, আদা চাষি জহুরুল ইসলাম, তরুণ কৃষি উদ্যেক্তা সহ অন্যরা।

তেঘর বিশা গ্রামের কৃষক জহুরুল ইসলাম বলেন, এ বছর তিনি ৭ হাজার টাকা খরচ করে ৩০০ বস্তায় আদা চাষ করে প্রায় ১০০ কেজি আদা পেয়েছেন, যার অমৌসুমে বাজার মূল্য ২০ হাজার টাকা। যা দেখে এলাকায় অন্য কৃষকদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।

জেআরডিএম- এর সিনিয়র সহকারি পরিচালক এন ওয়ালিউজ্জামান বলেন, নতুন এই প্রযুক্তি বস্তায় আদা চাষে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিয়ে কৃষকদের পাশে আছে জেআরডিএম।

উপজেলা কৃষি কর্মকর্তা রাফসিয়া জাহান বলেন, আদা ১০-১১ মাসের মসলা জাতীয় ফসল, তাই আদা মাঠে চাষের চেয়ে বসতবাড়ি বা পতিত জায়গায় চাষ করলে পরিবারের চাহিদা মিটিয়ে অতিরিক্ত অর্থ আয়ের সুযোগ রয়েছে। তিনি কৃষি অফিসের পাশাপাশি পিকেএসএফ-এর আর্থিক সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা জেআরডিএম-কৃষি ইউনিট প্রোগ্রামের (কৃষি খাত) আওতায় তারা কৃষকদের সব ধরনের সহযোগিতা করছেন।

সেই সাথে জেআরডিএম-এর কর্মকান্ডের প্রশংসা এবং সার্বিক সহযোগিতার কথাও বলেন তিনি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |