মোহাম্মদ তারেক, রামগঞ্জ (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষা ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে প্রতিষ্ঠানটি ২০০৭ সালে যাত্রা শুরু হয়ে ২০২৫ সাল পর্যন্ত সফলতার সাথে পরিচালিত হচ্ছে।
এসময় অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন এডভোকেট সেপায়াত উল্ল্যা সভাপতি আইডিয়াল একাডেমি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইসমাইল ইলিয়াস সম্ভাব্য চেয়ারম্যান পদপার্থী ৪ নং ইছাপুর ইউনিয়ন, মাওলানা মাহবুব প্রধান শিক্ষক আইডিয়াল একাডেমি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাহমুদ মীর সভাপতি বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির ফরিদগন্জ উপজেলা, মোহাম্মদ তারেক সভাপতি আলহেরা যুব সংঘ, হাফেজ মাহবুব আলম ,ফারুক মীর, , জাহাঙ্গীর আলম ৪ নং ইছাপুর ইউনিয়ন সবেক যুব দল সেক্রটারি, আবদুল মান্নান, ডা. আবুল খায়ের, অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ সামসুল ইসলাম।