বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:০৩ অপরাহ্ন

নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

নাঈম উদ্দিন, নাঙ্গলকোট (কুমিল্লা): কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার মক্রবপুর ইউনিয়নের বান্নাঘর শাহ-রৌশন দরগাহ বাড়ি মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাষ্টার জামাল হোসেন। স্থানীয় আবু বক্কর সিদ্দিক বলেন, সকাল বেলা জানতে পারি অজ্ঞাত ওই নারী রেললাইন পারাপারের সময় চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থালে মৃত্যু বরণ করেন। পরে লাকসাম রেলওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

লাকসাম রেলওয়ে থানার ওসি এমরান হোসেন বলেন, বিষয়টি নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাষ্টার জামাল হোসেন থেকে জেনেছি। খবরপেয়ে ঘটনাস্থালে পুলিশ পাঠিয়েছি। লাশ নিয়ে আসা হয়েছে। এখনো পরিচয় পাওয়া যায়নি। প্রতিবছর বান্নাঘর এলাকায় ৮/১০ জন লোক ট্রেনে কাটা পড়ে মারা যায়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |