শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন

আইডিয়াল একাডেমী কিন্ডার গার্টেন স্কুল’র বই বিতরণ

আইডিয়াল একাডেমী কিন্ডার গার্টেন স্কুল’র বই বিতরণ

মোঃ পারভেজ মিয়া, সালথা (ফরিদপুর): নতুন বইয়ের গন্ধ শুঁকে/ফুলের মতো ফুটব/বর্ণমালার গরব নিয়ে/আকাশজুড়ে উঠব কামাল চৌধুরী রচিত ছড়া-স্লোগান সূত্র ধরে, আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি, ২০২৫) ফরিদপুরের সালথা উপজেলার আইডিয়াল একাডেমী কিন্ডার গার্টেন স্কুলে পাঠ্যপুস্তক উৎসব উদযাপন করা হয়েছে।

আইডিয়াল একাডেমী কিন্ডার গার্টেন স্কুলের নার্সারী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের মাঝে অত্যন্ত আনন্দমুখর পরিবেশের মধ্যে দিয়ে বই বিতরণ অনুষ্ঠিত হয়।

উক্ত বই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন স্কুলের উদ্যোক্তা ও অন্যতম প্রতিষ্ঠাতা খন্দকার হেদায়েতুল ইসলাম, স্কুলের প্রতিষ্ঠা লিয়াকত মিঞা, প্রধান শিক্ষক শরমিন চৌধুরি সহ অন্যান্য শিক্ষক মণ্ডলী।

নতুন বই হাতে পাওয়ার আনন্দে আত্মাহারা হয়ে স্কুলের মেধাবী শিক্ষার্থীরা বলেন- আমরা অনেক অনেক খুশি নতুন বছরের বই হাতে পেয়ে। নতুন বই পাওয়ার আনন্দটাই অন্যরকম। নতুন বইয়ের গন্ধ, নতুন কিছু ছবি, নতুন নতুন পড়া, নতুন পৃষ্ঠা সব কিছুর মধ্যে একটা নতুন করে চলার অনুপ্রেরণা। আমরা সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা পর্ষদকে অভিনন্দন জানাচ্ছি ঠিক সময়ে আমাদের হাতে নতুন বই তুলে দেওয়ার জন্যে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |