বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের অপেক্ষায় হাওরবাসী

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের অপেক্ষায় হাওরবাসী

সুশান্ত কুমার রায়, মোহনগঞ্জ (নেত্রকোনা):  দীর্ঘ এক যুগ ধরে যাকে এক নজর দেখতে রুদ্ধশ্বাস অপেক্ষায় দিন কাটিয়েছেন হাওর এলাকার লাখ লাখ মানুষ। যার মুক্তির দাবী বুকে নিয়ে ঘুমের বিছানায় যেতেন, আবার ভোর হলে ঘুম ভেঙে তাঁরই মুক্তির দাবীতে প্রার্থনা করতেন। অনিশ্চয়তা আর জীবন মৃত্যুর মুখো মুখী জেলের ঘানি টানতে টানতে জীবন যৌবন যার নষ্ট হয়েছে। দেশকে, মানুষকে, দেয়ার সময়ে যাকে মিথ্যা মামলায় দেয়া হয়েছে ফাঁসির সাজা?

তিনি নেত্রকোনা ৪ আসন মোহনগঞ্জ, মদন, খালিয়াজুড়ি নির্বাচনী এলাকা থেকে বার বার নির্বাচিত সাংসদ, ভাটি বাংলার সিংহ পুরুষ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

মঙ্গলবার দৈনিক প্রতিদিনের কাগজ কে মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সেলিম কার্ণায়েন বলেন, মোহনগঞ্জ তথা নেত্রকোনার বিএনপির রাজনীতিতে লুৎফুজ্জামান বাবরকে শ্রদ্ধার আসনে রেখে দলীয় নেতাকর্মী সবাই ঐক্যবদ্ধ। ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। এর আগে ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় খালাস পেয়েছিলেন লুৎফুজ্জামান বাবর। এর ফলে তার মুক্তিতে আর বাধা রইলো না।

ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের করা আপিলের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার (১৪ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

হাওর এলাকায় তাঁর প্রথম আগমনে তাঁকে এক নজর দেখতে লাখ লাখ মানুষের ঢল নামবে।

পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম বলেন, লুৎফুজ্জামান বাবর মুক্তি পাওয়ার পর তাঁকে স্বাগত জানাতে মোহনগঞ্জ, মদন,খালিয়াজুড়ি থেকে দুই লাখ মানুষ ঢাকা যাবেন এমনটাই আশা করছি। উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান বলেন, এলাকায় আসার পর মোহনগঞ্জ উপজেলা বিএনপির নতুন কমিটি হতে পারে। এ ব্যপারে জেলার সকল নেতা কর্মী লুৎফুজ্জামান বাবরের মুক্তির অপেক্ষায় রয়েছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি,এন,পির ময়মনসিংহ বিভাগের সম্মেলন উত্তোলনের দায়িত্বরত হাবিবুন্নবী সোহেল এর সাথে দলের কিছু নেতা কর্মী যোগাযোগ করলে, তিনিও বাবর সাহেবের মুক্তি পেয়ে এলাকায় আসার পর তার পরামর্শে কমিটি করার কথা বলেন। সব মিলে তাঁর জন্য এখন শুধু অপেক্ষা।

পৌর বিএনপির সদস্য সচিব, গোলাম রব্বানী পুতুল বলেন, হাওর পাড়ের সিংহ পুরুষ লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবীতে মোহনগঞ্জ, মদন,খালিয়াজুড়ি ও নেত্রকোনায় কয়েকশত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হয়েছে বিক্ষোভ ও প্রতিবাদ সভা। তাঁর মুক্তি চেয়ে কয়েক লাখ মানুষের দাবী সফল হয়েছে। ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পান বাবর। তাই হাওরবাসী তাকে দেখার অপেক্ষায় উচ্ছাসিত।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |