বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

বালুদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় হামলা ও লুটপাটের বিচার চেয়ে সংবাদ সম্মেলন

বালুদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় হামলা ও লুটপাটের বিচার চেয়ে সংবাদ সম্মেলন

আনিছুর রহমান রুবেল: বালুদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাটের বিচারের দাবিতে ও নিজের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন। বুধবার দুপুরে জেলার সিরাজদিখান প্রেসক্লাব কার্যালয়ে তিনি এই সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি প্রশাসনের প্রতি ক্ষোভ ছেড়ে বলেন, একজন সংবাদকর্মী হয়েও প্রশাসনের সহযোগিতা পাচ্ছিনা৷ হামলা ও লুটপাটের সাথে জড়িত বালুদস্যুদের সাথে সিরাজদিখান থানা পুলিশ জড়িত সখ্যতা থাকায় পুলিশ আসামীদের ধরছেনা এমন মন্তব্যও করেন তিনি৷ এছাড়াও তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের বালুদস্যুদের বিরুদ্ধে ইলেকট্রনিক্স প্রিন্ট ও অনলাইন মাধ্যমে সংবাদ প্রকাশ করে ভুক্তভোগী সাংবাদিক মোঃ মোক্তার হোসেন। তার পর থেকে তাকে বিভিন্ন ভাবে হয়রানি করে আসে বালুদস্যুরা। গত ৫ আগষ্ট সরকার পতনের সুযোগকে কাজে লাগিয়ে ভুক্তভোগী মোঃ মুক্তার হোসেনের বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপট লুটপাট করে৷ এতে তার দেড় কোটি টাকা ক্ষয়ক্ষতির হয়। সেই হামলা ও লুটপাটের ঘটনার বিচার চেয়ে মামলা করেও আসামীদের আইনের আওতায় আনা যাচ্ছেনা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |