বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

কক্সবাজারে ভাতিজিকে অপহরনের দায়ে চাচাসহ গ্রেফতার- ২

কক্সবাজারে ভাতিজিকে অপহরনের দায়ে চাচাসহ গ্রেফতার- ২

মনসুর আলম মুন্না, কক্সবাজার: কক্সবাজারে বিদেশ যেতে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে বন্ধুকে নিয়ে ভাতিজিকে অপহরণের অভিযোগ ‍উঠেছে। এ ঘটনায় চাচাসহ দুজনকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংকরোড থেকে অপহৃতকে উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে দুই যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, রামুর ফতেখারকুল ইউনিযনের ২নং ওয়ার্ডের অফিসের চর সিকদারপাড়া গ্রামের মো. নুরুল আবছারের ছেলে ও অপহৃতের চাচা হাসনাইনুল হক প্রকাশ নাঈম (২৩) ও একই ইউপির ১নং ওয়ার্ডের পূর্ব দ্বীপ ফতেখাঁরকুল গ্রামের আব্দুস সোবাহনের ছেলে মো. শাহীন (২৫)।

জানা যায়, কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর সিকদারপাড়া থেকে অপহৃত হয় একই গ্রামের আনোয়ারুল হকের মেয়ে আফিয়া জান্নাত আরোয়া (০৮)। এরপর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টায় সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংকরোড থেকে অপহৃতকে উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে দুই যুবককে গ্রেফতার করে র‌্যাব।

এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানা যায়, বিদেশে যাওয়ার টাকা জোগাড়ের জন্য বন্ধুর সহযোগিতায় শিশু আফিয়াকে অপহরণ করে তার আপন চাচা। বুধবার সকালে র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবব্রত পাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গেল ১০ নভেম্বর সকালে ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর সিকদারপাড়া এলাকার এমদাদুল উলুম মাদ্রাসা গেইটের সামনে থেকে অজ্ঞাত অপহরণকারী চক্র আফিয়াকে অটোরিকশা নিয়ে অপহরণ করেন। পরে চক্রটি একই দিন বেলা ১১টার দিকে ভিকটিমের মায়ের মোবাইল নম্বরে কল করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

তাদের দাবি মত মুক্তিপণের টাকা না দিলে অপহৃত শিশুটিকে মানব পাচারকারীর মাধ্যমে পার্শ্ববর্তী দেশে পাচার করে দেবে অথবা খুন করে মরদেহ গুম করে ফেলা হবে মর্মে হুমকিও দেন অপহরণকারীরা। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ১১ নভেম্বর রামু থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এরপর র‌্যাব গোয়েন্দা তৎপরতা বাড়ায়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় ভিকটিমসহ দুই অপহরণকারীকে আটক করে। ওই সময় অপহরণকারীদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, একটি হাত ঘড়ি, একটি এটিএম কার্ড এবং নগদ ৯ হাজার টাকাও জব্দ করা হয়।

ভিকটিমসহ অপহরণকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে কক্সবাজারের রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |