বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৩:২০ অপরাহ্ন
জয়পুরহাট প্রতিনিধি : ইন্দোনেশিয়ান তরুণীকে বিয়ে করে দেশে ফিরেছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কুশুমশহর গ্রামের শাকিউল ইসলাম (২৯) নামে এক তরুণ। এ নিয়ে নবদম্পতি কে কাছে পেয়ে পরিবারের পাশাপাশি গ্রামের লোকজনও আনন্দিত। কুশুমশহর গ্রামে খোঁজ নিয়ে পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, ইন্দোনেশিয়ান নববধু তরুণী হচ্ছেন তারাডা বার্লিয়াম মেগানন্দ (২৭)। তিনি ইন্দোনেশিয়ার জাম্বী প্রদেশের পদজাদজারন বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। শাকিউলকে বিয়ে করে খুশি বলে জানান, নববধু তারাডা বার্লিয়ান মেগানন্দ।
জানা গেছে, লেখাপড়া শেষে শাকিউল ইসলাম চাকুরীর জন্য ঢাকা শহরে যায়। সেখানে ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরাম স্পিকিং 24 নামের একটি ওয়েব সাইডের মাধ্যমে তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত দুইমাস আগে শাকিউল ইসলাম ঢাকা থেকে ইন্দোনেশীয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ১০ জুন সেই দেশের নিয়ম অনুযায়ী পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। এরপর ১৮ জুন (মঙ্গলবার) বিকেলে নব দম্পতি উপজেলার কুশুমশহর গ্রামে নিজ বাড়ীতে ফিরে আসেন। তাদের দেখার জন্য এলাকার উৎসুক জনতা তাদের বাড়িতে ভিড় জমায়।
শাকিউল ইসলাম বলেন, ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরাম স্পিকিং-24 মাধ্যমে দীর্ঘ ৫ বছর ধরে তার সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমি তার দেশে গিয়ে ওই দেশের রেওয়াজ অনুসারে বিয়ে করেছি। আগামীকাল বৃহস্পতিবার এদেশের রেওয়াজ অনুসারে গ্রামে বৌভাত অনুষ্ঠানের করা হবে বলে জানান, শাকিউল ইসলাম।