মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন

বাজিতপুরে কয়েক হাজার বিএনপি নেতাকর্মীর লাঠি মিছিল

বাজিতপুরে কয়েক হাজার বিএনপি নেতাকর্মীর লাঠি মিছিল

কিশোরগঞ্জের বাজিতপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি লাঠি মিছিল করেছে। এতে দলের কয়েক হাজার নেতাকর্মী লাঠিসোটা নিয়ে মিছিলে অংশ নেয়। উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মুজিবুর রহমান ইকবালের নেতৃত্বে বাজিতপুর-সরারচর সড়কে কড়া পুলিশি পাহারায় এ কর্মসূচি পালিত হয়।

অপরদিকে, রেল লাইনের অন্যদিকে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী অবস্থান নেওয়ায় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মুহূর্তে দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। তখন বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। শেষ পর্যন্ত কোনো সংঘাত ছাড়াই বিএনপির এই কর্মসূচি শেষ হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |