উৎসবমুখর পরিবেশে ত্রিশালের চকরামপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১০টায় মাদ্রাসা মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব ড. মোঃ আশরাফুর রহমান, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ। তিনি বলেন, "ইসলামী শিক্ষায় শিক্ষিত তরুণরাই আগামীর আলোকিত বাংলাদেশ গড়বে।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ ওসমান গণি এবং উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুর রহমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোঃ মনসুর আহাম্মদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম।
ডিআইজি মহোদয় ইসলামী শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, "নৈতিকতা, দেশপ্রেম ও মানবতার শিক্ষা নিয়ে এই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে।"
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে দিনব্যাপী এই আয়োজন হয়ে ওঠে এক প্রাণবন্ত মিলনমেলা।
আপনার মতামত লিখুন :