‘‘মানুষ মানুষের জন্য-জবিন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যে বাকলজোড়া ইউনিয়ন বিএনপি‘র আয়োজনে, বিএনএসবি চক্ষু হাসপাতাল ময়মনসিংহের সহযোগিতায় নেত্রকোনার দুর্গাপুরে বিনামুল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন কালে এ কথা বলেন, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার (৮ ফেব্রুয়ারী) দিনব্যাপি এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
স্থানীয় গুজিরকোনা উচ্চ বিদ্যালয় মাঠে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ডা: তাসনোভা এর নেতৃত্বে ২৪ জন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক এই ক্যাম্পে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। প্রায় ৪ হাজার গরীব, দুঃস্থ্য ও অসহায় রোগীদের মাঝে বিনামুল্যে চক্ষু চিকিৎসা, অপারেশন ও ঔষধ বিতরণ করা হয়।
এ সময় অন্যদের মাঝে, জেলা বিএনপি‘র সাবেক সহ:সভাপতি আলহাজ্ব ঈমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি‘র আহবায়ক জহিরুল আলম ভুইয়া, যুগ্ন-আহবায়ক রফিকুল ইসলাম রফিক, জামাল উদ্দিন মাস্টার, বিএনপি নেতা এম এ জিন্নাহ্, শিক্ষাবিদ শহীদুল্লাহ খান, ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস সাত্তার মাস্টার, পৌর যুবদলের সদস্য সচিব সম্রাট গনি সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মগণ উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপি মাটি ও মানুষের দল। বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাধারণ মানুষের সুখ দুঃখের পাশে থেকে রাজনীতি করার নির্দেশ দিয়েছেন। দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌছানোর লক্ষ্যে বিএনপি সারাদেশে কাজ করে যাচ্ছে। দেশের স্বার্থে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল বিএনপি‘র নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহবান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য : ইতোপুর্বে ব্যারিস্টার কায়সার কামাল, দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় বেশ কয়েকটি ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে শত শত সাধারণ রোগিদের চিকিৎসা করিয়েছেন।
আপনার মতামত লিখুন :