Noman Group Advertisement

বাগেরহাটে সাংবাদিককে হুমকির প্রতিবাদে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

মারুফ বিল্লাহ , স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:০২ পিএম

ছবি: প্রতিদিনের কাগজ

দৈনিক নাগরিক ভাবনা ও চলতি বাংলার বাগেরহাট প্রতিনিধি মোঃ রাকিবুল হাসানের সাথে অসদাচরণ ও হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি)  সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাগেরহাট কর্মরত সংবাদকর্মীদের  আয়োজনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

দীপ্ত টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি মামুন আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, দেশ টিভির বাগেরহাট প্রতিনিধি এসএস সোহান, কেটিভি২৪ ও সংবাদ সারাবেলার বাগেরহাট প্রতিনিধি সাংবাদিক কামরুজ্জামান শিমুল, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল দাস, মোল্লারহাট  প্রেসক্লাবের সভাপতি মফিজুল ইসলাম, আমার দেশের বাগেরহাট প্রতিনিধি মোহাম্মদ মিরানুজ্জামান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক নকীব মিজানুর রহমান,  মোহাম্মদ মিরানুজ্জামান, সোহাগ হাওলাদার, সোহরাব হোসেন রতন, সোহেল রানা বাবুল, তরিকুল ইসলাম, খান সুমন, শহিদুল ইসলাম, সিকদার সাঈদ,  মুন্না, রাসেল রাজু, হানিফ সিকদার, শেখ আহমেদ তারিক, শেখ সোহেলসহ বাগেরহাটে কর্মরত অর্ধশতাধিক সাংবাদিকবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, মোরেলগঞ্জ উপজেলার বিষখালি কমিউনিটি ক্লিনিক ভাঙচুর ও প্রতিষ্ঠানের কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখার তথ্য পেয়ে  সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক রাকিবুল হাসান। সাংবাদিক উপস্থিত হলে সোমা রাণী দাসকে কমিউনিটি ক্লিনিকে অবরুদ্ধ দেখতে পান ও কমিউনিটি ক্লিনিক এর ফুলবাগানের বেড়া ভাঙচুর করে ফুলবাগান তছনছ করে। এ বিষয়ে অভিযুক্ত দিপা বালা দাসকে বক্তব্য নেওয়ার জন্য ফোন দিলে সে অসদাচরণ, কটুক্তি ও হুমকি প্রদান করে। পরবর্তীতে দীপা বালা দাসের স্বামী বাদল দাসও ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান  করে। 

বক্তারা বলেন, এই দীপা বালা দাস একজন মামলাবাজ।  ইতিপূর্বে অসংখ্য মানুষকে মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়াসহ হয়রানি করেছে। গত এক মাস আগে এই দীপা দাস ও তার স্বামী বাদল দাস তার ৯০ বছরের এক বৃদ্ধা শাশুড়িকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে দীপা দাস ও তার স্বামীর গ্রেফতারপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

Link copied!
Advertisement