Noman Group Advertisement

বাকৃবিতে নিউজপেপার অলিম্পিয়াড আগামী ২৮ ফেব্রুয়ারি

আ. ন. ম. রিসালাত আলিফ , বাকৃবি সংবাদদাতা

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৪৮ পিএম

ছবি: প্রতিদিনের কাগজ

নিয়মিত সংবাদপত্র পাঠকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে নিউজপেপার অলিম্পিয়াড। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ পত্রিকা ভিত্তিক প্রতিযোগিতা ‘দ্য ডেইলি স্টার নিউজপেপার অলিম্পিয়াড’- সিজন ৪ এর ময়মনসিংহ আঞ্চলিক পর্ব।

আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) বাকৃবিতে প্রতিযোগিতাটির আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে।

জানা যায়, প্রতিযোগিতায় ৩য় শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবেন। মোট পাঁচটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা: ক (৩য়-৫ম শ্রেণি), খ (৬ষ্ঠ-৮ম শ্রেণি), গ (৯ম-১০ম শ্রেণি), ঘ (১১শ-১২শ শ্রেণি) ও ঙ (বিশ্ববিদ্যালয় ও তদূর্ধ্ব)।

অংশগ্রহণের স্বীকৃতি স্বরূপ প্রতিযোগী সকলেই সনদপত্র ও সৌজন্য উপহার পাবেন । আঞ্চলিক পর্বের বিজয়ীদের জন্য টি-শার্ট, মেডেল ও সনদপত্র থাকবে। পাশাপাশি আঞ্চলিক পর্বে বিজয়ীরা অংশ নিতে পারবেন ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পত্রিকা উৎসবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। আগ্রহীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য লিংক: https://tickhost.site/event/nno-season4/

আরো জানা যায়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা দেশসেরা গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাবেন। তাছাড়া জাতীয় পর্যায়ের বিজয়ীরা ১ লাখ টাকা, ট্রফি, সনদপত্র, মিডিয়া ক্যাম্পে অংশ নেওয়ার সুযোগসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার পাবেন।

Advertisement

Link copied!
Advertisement