গাজীপুর জেলায় চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নয়াদিগন্তের গাজীপুর জেলা প্রতিনিধি মো. মোজাহিদ-কে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার (১০ মার্চ) দুপুর ১২টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, গত ৬ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্রীপুর পৌর শহরে কলেজ ছাত্রদল নেতা গোলজার মণ্ডল, মেহেদী হাসান সাহাদ, মারুফ প্রধান, তোফায়েলসহ ৪০-৫০ জনের একটি দল বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা “একটা একটা মোজাহিদ ধর, ধইরা ধইরা জবাই কর” স্লোগান দেয়। এই ভীতিকর মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক সমাজসহ সাধারণ নাগরিকদের মধ্যে তীব্র নিন্দা ও উত্তেজনার সৃষ্টি হয়।
ওই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ প্রেস সোসাইটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা এই হুমকির তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে সারাদেশের সাংবাদিকরা কঠোর আন্দোলনে যাবে মানববন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও সম্পাদক বৃন্দ।
আপনার মতামত লিখুন :