Noman Group Advertisement

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে নিহত ফেনীর রেমিটেন্স যোদ্ধা কামরুল

মোঃ আবদুল রহিম , ফেনী জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৫, ০৬:৫২ পিএম

ছবি: সংগৃহীত

ফেনীর দাগনভুইয়ার করমউল্লাপুর গ্রামের বাসিন্দা কামরুল সাউথ আফ্রিকাতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে ফ্রী স্টেট প্রভিন্সের ভেপেনার শহরের নিজ মালিকীয় দোকানে কালো সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা নিশ্চিত করে চলে যায়।

কামরুল দীর্ঘ একযুগ পর্যন্ত সাউথ আফ্রিকাতে রয়েছেন। কিছু দিনের মধ্যে বাড়ি আসবেন, বিয়ে সাদি করার প্রস্তুতি চলছে পারিবারিক ভাবে। কামরুল ইসলাম এর পিতার নাম মৃত আব্দুল মান্নান। তার একভাই জামাল উদ্দিন,কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষকতা করেন। তিন বোন বিবাহিত। মা ঘরে জামালের বউ নিয়ে থাকেন পশ্চিম করমউল্লাপুর গ্রামে ওজি উল্লা হাফেজ বাড়িতে। 

কামরুল এর মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে বলে জানান স্হানীয় সমাজ কমিটির সভাপতি একরামুল হক। বাড়িতে চলছে শোকের মাতম। এলাকায় বিষাদের ছায়া নেমে এসেছে।

Link copied!
Advertisement