Noman Group Advertisement

বদরগঞ্জে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রংপুরের বদরগঞ্জ উপজেলায় একটি ধান ক্ষেত থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ  শুক্রবার (২৩ মে ) সকালে বদরগঞ্জ  উপজেলার পৌর শহরের বিলপাড়া গ্রামের একটি ধানক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা বদরগঞ্জ থানায় খবর দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর বয়সী। তার পরনে ছিল হাফ জার্সির প্যান্ট,কালো রঙ্গের টি শার্ট ও গলায় একটি গামছা পেছানো ছিল। প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান জানান, "স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করি। 

তিনি বলেন, স্থানীয় লোকদের কাছ থেকে জানতে পারি, অজ্ঞাত নিহত ব্যক্তি বৈদ্যুতিক তার বা ট্রান্সফরমার চুরি করতে এসে মর্মান্তিক এই মৃত্যুর কবলে পড়েন।তিনি আরও জানান, রংপুর থেকে আমাদের বিশেষ টিম  লাশ শনাক্ত করণের জন্য এসেছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।এরপর  রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য লাশটি পাঠানো হবে।

এদিকে, অজ্ঞাত লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Link copied!