Noman Group Advertisement

চাকরির প্রলোভনে কিশোরকে অপহরণ, হাত-পা বাঁধা লাশ উদ্ধার

কক্সবাজার অফিস , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৬ জুন, ২০২৫, ০৬:২৩ পিএম

কক্সবাজারের হোটেল মোটেল জোনের ‘লাইট হাউজ রিসোর্ট’ নামক এক আবাসিক হোটেল থেকে আব্দুল হালিম রিয়াদ নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে  সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (০৫ জুন) সন্ধার পর হাত পা বাঁধা অবস্থায় ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ইলিয়াস খান। নিহত রিয়াদের চাচা মো. আলমগীর জানান, আব্দুল হালিম রিয়াদ গত ৪ মাস ধরে কক্সবাজার বাস টার্মিনালে ব্রাক অফিসে প্রশিক্ষণ নিচ্ছিলেন। প্রশিক্ষণ শেষ করে এক শিক্ষকের মাধ্যমে চাকরির জন্য পরিচয় হয় তালহা নামের এক কিশোরের সাথে। ওই কিশোর রিয়াদকে রয়েল পার্ক সুইট হেটেলে জীবন বৃত্তান্ত নিয়ে আসতে বলে। পরবর্তীতে রিয়াদ জীবনবৃত্তান্ত নিয়ে আসলে তাকে অপহরণ করা হয়।

 

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে ৭ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ নিয়ে কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরে মুক্তিপণ দেওয়ার দেন-দরবার এর মধ্যেই লাইট হাউজ রিসোর্টের একটি কক্ষ থেকে হাত পা বাঁধা অবস্থায় রিয়াদের লাশ উদ্ধার করে পুলিশ।’ 

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান বলেন, ‘নিহত  কিশোরের নাম আব্দুল হালিম রিয়াদ। নিহতের ঘটনায় পুলিশ তদন্ত করছে এবং কে বা কারা এর সঙ্গে জড়িত তাদের আটকে পুলিশের অভিযান চলছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

Link copied!