Noman Group Advertisement

টেকনাফে ওসামাগ্রুপের গুলিতে শিশু-কিশোরসহ আহত ৭

নিজস্ব সংবাদদাতা , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৩ জুন, ২০২৫, ০৯:৫৮ পিএম

মনসুর আলম মুন্না স্টাফ রিপোর্টার, কক্সবাজার:  কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউপির  ঝিমংখালী এলাকায় ওসামাগ্রুপের গুলিতে অন্তত পাঁচজন আহত হয়েছে বলে জানা গেছে।  আজ শুক্রবার (১৩ জুন ২০২৫) জুমার নামাজের পরপরই উসমান গ্রুপের প্রধান ওসামা নিজেই তার সহযোগীদের সাথে গুলি করেছে বলে জানা যায়। এতে শিশু-কিশোরসহ অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতরা হলেন-শামশু উদ্দিন (৩৫), ইব্রাহিম (১৬), তামান্না (১৩),নুর কামাল ( ৯), সোহেল ( ৩০),ফয়েস উদ্দিন (১৮),শফিক (৫০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফ উপজেলা বিএনপির কথিত সাংগঠনিক সম্পাদক ওসমান নিজের আধিপত্য টিকিয়ে রাখতে তার নেতৃত্বে ঝিমংখালী -মিনাবাজার এলাকায় কয়েকটি মাদক কারবারি ও অস্ত্রধারী সন্ত্রাসীগ্রুপ তৈরি করেছে। তারমধ্যে অন্যতম একটি গ্রুপের সন্ত্রাসী প্রধান ওসামা। সেই ওসামার নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গ নিয়ে নিজের এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধে লিপ্ত ছিল।  আজকের এই হামলা সেই বিরোধেরই একটি অংশ বলে ধারণা করছেন স্থানীয়রা।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে মুসল্লিরা যখন মসজিদ থেকে বের হচ্ছিলেন, তখন ওসামা, ডাকাত মিজান ও মান্নানসহ তার দুর্বৃত্তরা অতর্কিতভাবে গুলি চালায়। এতে স্কুলছাত্রসহ সাতজন গুলিবিদ্ধ হন।  আহতদের দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালর নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  এছাড়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় উসমান গ্রুপের সদস্যরা ক্ষিপ্ত হয়ে প্রতিশোধের হুমকি দিয়েছেন।  তবে, পুলিশ তাদের অবস্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

 

এদিকে, স্থানীয় বাসিন্দারা এই ধরনের সহিংসতা ও গুলিবর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।  তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন। এটি টেকনাফে সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিংসতার একটি নতুন অধ্যায়।  স্থানীয়রা আশা করছেন, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপের মাধ্যমে এই ধরনের সহিংসতা রোধ করা সম্ভব হবে।

 

 

Advertisement

Link copied!