Noman Group Advertisement

সড়ক দুর্ঘটনায় নিভে গেলো তামান্নার জীবন

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৪ জুন, ২০২৫, ০৪:৩৪ পিএম

ডিআইইউ প্রতিনিধি: ঈদের ছুটিতে ঘুরতে গিয়ে ঢাকায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তামান্না আক্তার (২৪)। শনিবার (১৪ জুন) ভোর সাড়ে ৩টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট পৌরশহরের নূরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তামান্না অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের ছাত্রী ছিলেন। তাঁর বাড়ি নোয়াখালী জেলায়। স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আমবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বালুবোঝাই আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। এতে ঘটনাস্থলেই বাসের পাঁচ যাত্রী নিহত হন এবং কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হন। নিহতদের মধ্যে তামান্না আক্তারের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তামান্নার সহপাঠীরা জানান, “দুইদিন আগেও তামান্নার সঙ্গে কথা হয়েছিল। এত হাসিখুশি একজন মানুষকে হঠাৎ হারিয়ে আমাদের ব্যাচ আজ নিস্তব্ধ।” বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বাবর আহমেদ বলেন, “আমরা গভীরভাবে শোকাহত। এমন করুণ মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। বিশ্ববিদ্যালয় খুললে যথাযথভাবে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।”

Advertisement

Link copied!