Noman Group Advertisement

ত্রিশালে স্পিড ব্রেকারের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

বিশেষ প্রতিনিধি , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩৩ পিএম

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে সড়ক অবরোধ করেছেন স্থানীয় গার্মেন্টস শ্রমিকরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রামপুর ইউনিয়নের বীররামপুর ভাটপাড় এলাকায় ত্রিশাল-বালিপাড়া সড়কে প্রায় এক হাজার শ্রমিক নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশ নেন।

শ্রমিকরা জানান, প্রতিদিন দ্রুতগামী যানবাহনের কারণে ওই সড়কে দুর্ঘটনা ঘটে। প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে বারবার আবেদন জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাধ্য হয়ে তারা সড়ক অবরোধ করতে বাধ্য হন।

জেওসি গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক সুসিং বলেন, “আমরা বারবার প্রশাসন ও স্থানীয় ইউপি সদস্যদের জানিয়েছি, কিন্তু কোনো প্রতিকার পাইনি।”

শ্রমিক মোজাম্মেল জানান, “আমাদের জীবন নিরাপদ নয়। প্রতিদিন ঝুঁকি নিয়ে কাজে আসতে হয়। অনেক সহকর্মী দুর্ঘটনায় আহত হয়েছেন।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, “হাইওয়ে রোডে স্পিড ব্রেকার ঝুঁকিপূর্ণ হলেও এখানে শত শত শ্রমিকের যাতায়াত রয়েছে। তাই দ্রুত স্পিড ব্রেকার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।”

 

প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা কিছুক্ষণ পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Link copied!