নেত্রকোনার দুর্গাপুরে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ৭নং গাঁওকান্দিয়া ইউনিয়ন বিএনপি‘র প্রচার সম্পাদক এবং ৩নং ওয়ার্ড বিএনপি‘র সভাপতিকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিস্কার করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি‘র মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়।
ইউনিয়ন বিএনপি‘র সভাপতি মো. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মো. ফারুক হাসান এবং উপজেলা বিএনপি‘র সভাপতি মো. জহিরুল আলম ভুইয়া ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার কারনে, ৭নং গাঁকান্দিয়া ইউনিয়ন বিএনপি‘র প্রচার সম্পাদক মো. আনিসুর রহমান (বুরুজ) ও একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি‘র সভাপতি মো. উজ্জল সরকার কে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিস্কার করা হয়েছে।
বহিস্কৃত নেতাদের অপকর্মের কোন প্রকার দায়-দায়িত্ব দল নিবে না মর্মে দলের অন্যান্য নেতাকর্মীদের, বহিস্কৃত নেতাকমীদের সাথে সাংগঠনিক কোন প্রকার যোগাযোগ না রাখার জন্য সকলকে নির্দেশ দেয়া হয়।
আপনার মতামত লিখুন :